হাতে মেহেদির রং শুকানোর আগেই নববধূর আত্মহত্যা
- আপডেট সময় : ১০:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাতে মেহেদির রং না মুছতেই জীবনাবসান হলো নববিবাহিতা মোছা. সুমাইয়া আক্তার লিজার (২২)। ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়া অবস্থায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উত্তর মিনারকোট গ্রামে তার পিত্রালয়ের বসতবাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লিজা একই গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে এবং একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মাত্র দুই সপ্তাহ আগে আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের মুন্না মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।
স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় লিজা মানসিক চাপে ভুগছিলেন। দুপুরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন লিজা। তাৎক্ষণিকভাবে পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

























