১৩ মামলার পলাতক আসামী সরাইলের কুখ্যাত ডাকাত বোরহান গ্রেপ্তার

- আপডেট সময় : ০৮:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ১৯৬ বার পড়া হয়েছে
হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই, অস্ত্র ও মারামারি সহ ১৩ মামলার পলাতক আসামী সরাইলের কুখ্যাত ডাকাত মো. বোরহানকে (৩৬) গ্রেপ্তার করেছেন সরাইল থানা পুলিশ। অস্ত্রধারী ও সন্ত্রাসী বোরহান পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনুর ছেলে। রবিবার কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। নৌ ও স্থল পথের শীর্ষ ডাকাত বোরহান গ্রেপ্তারের খবরে পানিশ্বর, অরূয়াইল সরাইল ও আশুগঞ্জসহ আশপাশের এলাকার বাসিন্দারা স্বস্থির নি:শ্বাস ফেলছেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বোরহান পানিশ্বরের মেঘনা নদীতে ও সড়ক পথে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। খুবই ধূর্ত প্রকৃতির বোরহান কৌশলের সাথে পুলিশ থেকে নিজেকে আড়াল করে রেখেছে। মেঘনা নদীতের ভাসমান নৌকাতেই সে রাতদিন কাটাত। আর সময় সুযোগ বুঝে নেমে পড়ত অপারেশনে। কিশোরগঞ্জ, ভৈরব, সিলেট, লাখাই, শায়েস্থাগঞ্জ, হবিগঞ্জ ও মাধবপুর এলাকার বিভিন্ন ডাকাত দলের সাথে বোরহানের রয়েছে গভীর সখ্যতা। আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বোরহান বিভিন্ন জেলায় ভাড়ায় ডাকাতি করতে যায়। অন্য জেলা থেকে ডাকাত ভাড়া করে সরাইলে ও ভৈরব এলাকায় ডাকাতি করে আসছিল। বোরহানের বিরূদ্ধে শুধু সরাইল ও আশুগঞ্জ থানায় রয়েছে ১৩ টি মামলা। এর মধ্যে রয়েছে খুন, ছিনতাই, ডাকাতি, অস্ত্র আইন, সিধেল চুরি ও মারামারির মামলা। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ১৩ মামলার আসামী বোরহানের বিরূদ্ধে রয়েছে ৫ টি গ্রেপ্তারি পরোয়ানা। সরাইলের মেঘনা নদীর আতঙ্ক বোরহানকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলাম। অবশেষে গত রবিবারে আল্লাহ সফল করেছেন।
মাহবুব খান বাবুল