নিয়ামু ইসলাম আকঞ্জি:
ঈদ-উল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্পফুল সোসাইটি’র উদ্যোগে ৩০ টি গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী সংগঠনের সদস্যরা দরিদ্র পরিবারের দ্বারে-দ্বারে গিয়ে এই ঈদ সামগ্রী পৌঁছে দেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো তেল, চিনি, ডাল, চাল, আলু, পোলার চাউল, সেমাই, নুডুলস, কিসমিস ও দুধ। এসময় উপস্থিত ছিলেন হেল্পফুল সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মকবুল আহমেদ মারুফ, সাধারণ সম্পাদক রেজুয়ান ইসলাম রাতুল, কোষাধ্যক্ষ তৌহিদ শাহরিয়ার, সহকারি সাংগঠনিক সম্পাদক শাইয়ান মোহতাসিন, সহঃ কোষাধ্যক্ষ আরাফাত ইসলাম, সহঃ প্রচার সম্পাদক মোস্তাকিম সাকিব প্রমুখ। ঈদ সামগ্রী বিতরণকালে সংগঠনের সদস্যরা বলেন, আমরা “হেল্পফুল সোসাইটি”র পক্ষ থেকে সবসময় গরীব অসহায়দের পাশে থাকার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমরা ৩০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমাদের মানবিক সহায়তার এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। পাশাপাশি যারা আন্তরিক ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।