হত্যা মামলার এজাহার নামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯

- আপডেট সময় : ০৭:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মামলা নং- ৩৬ তাং- ১৫/০১/২০২৫ ধারা-৩২৩/৩২৫/৩০৭/ ৩০২/৩৪/১১৪ পেনাল কোড হত্যা মামলার ১নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ বাবু মিয়া (৩৫), পিতা- মজনু মিয়া, সাং-খেওড়া, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া’কে গ্রেফতার করেছে র্যাব-৯।
উল্লেখ্য, টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে স্টীলের পাইপ দ্বারা ভিকটিমের মাথায় স্বজোরে আঘাত করার পর ভিকটিম ইসরাফিল মাটিতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করার জন্য পরস্পর যোগসাজসে পুনরায় ভিকটিমের মাথাসহ সমস্ত শরীরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন অটোরিক্সা যোগে ভিকটিমকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
ভিকটিমের ভাই ইসমাইল বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও র্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল গত ৭ ফেব্রুয়ারি ১৩.৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন টাইগারপাশ আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মামলা নং- ৩৬ তাং- ১৫/০১/২০২৫ ধারা- ৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪/১১৪ পেনাল কোড হত্যা মামলার ১নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ বাবু মিয়া (৩৫), পিতা- মজনু মিয়া, সাং-খেওড়া, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মোঃ মশিহুর রহমান সোহেল সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-৯ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার আন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।