চলুন হাসি দেখে আসি…ওদের এ হাসি আপনাদের জন্য। আমরা বিশ্বাস করি একদিন পুরো বাংলাদেশ কে হাসাতে পারবো। সামাজিক দায় বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছে স্মাইল ইন লাইফ । এরই ধারাবাহিকতায় এই বছর জেলার প্রান্তিক অঞ্চলের টোটাল ৮টি গ্রামে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ উৎসবের কাপড় বিতরণ করছে। আজ বৃহস্পতিবার ৪র্থ দিনে পূর্ব পাইকপাড়া আসিফ টিউটোরিয়াল হোমে, পৌরসভার ৮০টি পরিবারের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মডেল কলেজের অধ্যক্ষ মোস্তফা, ইউনাইটেড কলেজের ইংরেজি লেকচারার শাহিন মৃধা, ইউনাইটেড কলেজের ব্যবস্থাপক ও পরিচালক হারুন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মাইল ইন লাইফের সভাপতি আসিফ ইকবাল খান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মাইল ইন লাইফের সাধারণ সম্পাদক সুমন সাহাসহ সংগঠনের ৩০ জন সেচ্ছাসেবী। স্মাইল ইন লাইফের উদ্যোগে সমাজের দুঃস্থ, অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর ব্রত নিয়ে পথচলা শুরু করে।