করোনাকালীন সময়ে সাধারণ মানুষের টিকা প্রদানে সম্বনয়কের দায়িত্ব পালন ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় নারী নেত্রী আফরিন ফাতেমা জুঁইকে সম্মাননা স্মারক প্রদান করেছে জেলা নাগরিক কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির প্রধান অতিথি থেকে তার হাতে সম্মানা স্মারক তুলে দেন। জেলা নাগরিক কমিটির সভাপতি ডা: মো:বজলুর রহমানের সখাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা: মো: আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা আইনজজীবি সমিতির সাবেক সভাপতি শফিউল আলম লিটন, প্রবীণ আইনজীবি অ্যাডভোকেট হাবিবুল্লা, জেলা মহিলা আ:লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল- আমিন শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখে নজরুল ইসলাম শাহজাদা প্রমুখ।
এনই আকন্ঞ্জি