মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে আনন্দে নাচছে শিশু শিক্ষার্থীরা। মাথার উপর বই তুলে ধরে মনভরে হাঁসছে তারা। বারবার নাক লাগিয়ে নতুন বইয়ের ঘ্রাণ উপভোগ করছে কোমলমতি শিশুরা। ফুরফুরা মেজাজে শিক্ষার্থীদের সাথে পথ চলছে অভিভাবকরা। শিক্ষা অফিস সূত্র জানায়, আজ সমগ্র উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে এক সাথে প্রায় সাড়ে ৩ লক্ষাধিক বই বিতরণ করা হয়েছে। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে হাতে ছিল নতুন বই। প্রত্যেক বিদ্যালয় সকাল থেকে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে এই বই প্রদান করেছেন। সকাল ১১ টার দিকে সরকারী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বসে বই উৎসব। সেখানে সহকারী শিক্ষক মো. হাদিস মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এ কে এম আব্দুল্লাহ। বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলম ভূঁইয়া, একাডেমিক সুপার ভাইজার ইতি বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা ও মো. নজরূল ইসলাম। পরে উপসি’ত অতিথিরা সকল শিক্ষার্থীদের হাতে তুলে দেন নতুন বই। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে আনন্দে হেঁসে খেলে নাচতে থাকে শিক্ষার্থীরা। সবশেষে প্রধান শিক্ষকের সভাপতিত্বে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। ওই সমাবেশে শিক্ষকসহ অন্যান্য বক্তারা অভিভাবকদের সাথে নতুন কারিকুলাম নিয়ে আলোচনা করেন।
News Title :
সরাইলে বই উৎসব আনন্দে নাচছে শিশু শিক্ষার্থীরা
- Reporter Name
- Update Time : 08:09:51 pm, Monday, 1 January 2024
- 70 Time View
Tag :
জনপ্রিয় খবর