সরাইলে দুই অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার; মোবাইল ফোন ও নগট টাকা উদ্ধার
- আপডেট সময় : ০৭:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
সরাইলে অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশন দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায় জুয়া খেলার সময় জালাল মিয়া (৩২) ও হাসান আলী (৩৮) নামের ২ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত মঙ্গলবার দিবা গত গভীর রাতে উপজেলা সদর ইউনিয়নের আরিফাইল এলাকার মুদির দোকানে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, সম্প্রতি সরাইলের কিছু এলাকায় কয়েকটি চক্র অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশন দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায় জুয়া খেলা চলছে। এরা যুব সমাজকে চরম ভাবে ধ্বংস করছে। সেই সাথে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার পাশাপাশি দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের প্রাতঃ বাজার থেকে স্বল্প নোয়াগাঁও যাওয়ার সড়কের পাশে আরিফাইল এলাকার সাঈদ মিয়ার মুদির দোকানে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ স্বল্প নোয়াগাঁও গ্রামের আব্দুল বাছিরের ছেলে জালাল ও দক্ষিন আরিফাইল গ্রামের আবুল কাশেমের ছেলে হাসানকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করেন পুলিশ। পরে তাদের কাছ থেকে ২টি মুঠোফোন সেট ও নগদ ৬৩১০ টাকা উদ্ধার করেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।