সরাইলে চোরাচালানকৃত ভারতীয় পণ্যসহ আটক-১
- আপডেট সময় : ০৮:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২ ১৭১ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পোনে ৪ লাখ টাকা মৃল্যের চোরাচালানকৃত ভারতীয় পণ্যসহ ইব্রাহিম মিয়া (২৩) নামের এক পরিবহন শ্রমিককে আটক করেছেন হাইওয়ে পুলিশ। আজ সোমবার সকালে ঢাকা- সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া এলাকায় যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সরাইল থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রপাড়া এলাকায় চেক পোষ্ট বসায় হাইওয়ে পুলিশ। পরে ঢাকা-সিলেট- সুনামগঞ্জ সড়কে চলাচলকারী ‘লাকী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী কোচ আটক করে অভিযান চালায়। অভিযানকালে ওই কোচের বক্সে তল্লাশি করে ভারতীয় তিন হাজার ১৮০ পিস ভ্যাটনোভেট ক্রীম ও ৮৬ পিস শাড়ী উদ্ধার করেন। এসব মালামালের বৈধ কাগজপত্র চাইলে সুপারভাইজার ইব্রাহিম দেখাতে ব্যর্থ হন। পুলিশ ইব্রাহিমকে আটক করেন। পরে পুলিশ উদ্ধারকৃত অবৈধ পণ্যগুলোসহ গাড়ির সুপারভাইজার ইব্রাহিমকে আটক করে। ইব্রাহিম ভোলা জেলার সাদেক মিয়ার ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালানী পণ্যের আনুমানিক মূল্য পোনে চার লাখ টাকা হবে। এই ঘটনায় সরাইল থানায় আটককৃত পরিবহন সুপারভাইজার ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’