ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় সমবায় সামিতির উদ্যোগে আজ মঙ্গলবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবু কাউসার ঠাকুরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল জব্বার, সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম। আগামী এক বছরের কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষে এ সভা হয়। সভায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১৫ টি মহিলা সমবায় সমিতিসহ ৫৯ টি সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহবুব খান বাবুল