সংবাদ শিরোনাম ::
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময়সভা ও বৃক্ষরোপন কর্মসূচী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন উপকারভোগীদের সাথে মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা সমাজসেবা কমপ্লেক্সের হল রুমে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, জেলা পরিষদ চেয়ারম্যান আল-মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ অলিউল্লাহ । । পরে অতিথিরা বৃক্ষরোপণ করেন।