শোকের মাসের শুরুতে মধ্যপাড়া মহেশ্বরী দীঘিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বৃক্ষরোপণ করেন। আজ সোমবার ০১ আগস্ট বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আঃ কুদদূস উপস্থিত হয়ে মহেশ্বরী দীঘির পাড়ে অর্ধশতাধিক ফুল, ফল ও ঔষধী গাছ রোপণ করেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আঃ কুদদূস বলেন, আগস্ট মাস শোকের মাস। শোকের মাস উপলক্ষ্যে মহেশ্বরী দীঘিটি নিয়ে আমরা পুনরুদ্ধার ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পুকুরে কাজ করছি। আমরা শোকের মাসের শুরুতে মহেশ্বরী দীঘিতে গত সপ্তাহে ৪৩টি গাছ লাগিয়েছি। পর্যায়ক্রমে দীঘির চারপাড়ে হাঁটার রাস্তা, বসার স্থান, পাকা ঘাট নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্টে শহরের ৪৭ টি বাড়ির ছাদে ছাদ বাগানের পরিকল্পনা নিয়েছি। আমরা সেগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন নোঙরকে সাথে নিয়ে কাজ করছি। তিনি শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো স্বেচ্ছায় এগিয়ে এসে সহযোগিতা করার জন্য আহবান জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুকলেসুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক খালেদা মুন্নী ও সোহেল আহাদ। উল্লেখ্য যে, গত ২৭ জুলাই বুধবার বিকালে মহেশ্বরী দীঘির অবৈধ দখলে থাকা জায়গা উদ্ধারে পৌর কর্তৃপক্ষ অভিযান শুরু করেনে।
News Title :
শোকের মাসের শুরুতে মহেশ্বরী দীঘিতে পৌর কর্তৃপক্ষের বৃক্ষরোপণ
- Reporter Name
- Update Time : 11:33:33 pm, Monday, 1 August 2022
- 295 Time View
Tag :
জনপ্রিয় খবর