ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত তারাবী নামাজের টাকা নিয়ে সংর্ঘষ, আহত ১৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগ নেতা শফিকুল ইসলাম ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদ-পোশাক সরাইলে শহীদ পরিবারের পাশে এনসিপি’র যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন মাহদি ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে ফেসবুকে পোস্ট, এসিল্যান্ডকে অব্যাহতি বন্দিদের ইফতারে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কারা কর্তৃপক্ষ সরকারি অনুদান আত্মসাতের অভিযোগে মামলা এআরডি’র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পানি দিবস পালিত

শিশুসাহিত্যিক নাসরিন সুলতানার শিশুতোষ ৬ টি বই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ ৫১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুক রিভিউ : গাজী তানভীর আহমদ

শিশুসাহিত্যিক নাসরিন সুলতানা। শিশুদের নিয়েই কাজ করতে ভালোবাসেন। তাইতো নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকেই। সেই ছোটবেলা থেকেই শিশুদের মানসিক বিকাশ ও চারিত্রিক উন্নয়নে কাজ করছেন কখনো লেখনীর মাধ্যমে, কখনো পাঠদানের মাধ্যমে, আবার কখনো সেমিনার কিংবা কাউন্সিলিংয়ে।

নাসরিন সুলতানা সম্প্রতি শিশুদের জন্য দারুণ ৬ টি বই লিখেছেন। শিশুর বয়স তিন বছর থেকে ১০ বছরের উর্ধ্বে পর্যন্ত বয়সকে মাথায় রেখে তিনি বইগুলো এমনভাবে লিখেছেন যেন প্রতিটি শিশু তার বয়স অনুযায়ী বইটি পড়তে পারে এবং সুন্দর জীবন গঠনে কিছু ইতিবাচক বার্তা পেতে পারে। সেই লক্ষ্যেই তিন বছর অতিক্রম করেছে এমন শিশুর জন্য তার লেখা ‘শখ’ বইটি যেন একজন শিশুর প্রাথমিক বই হিসেবে একটি অনন্য সংযোজন। এই বইয়ের ৭ টি পাতায় শুধু শিশুতোষ ছবি দিয়ে গল্প সাজানো হয়েছে। এই বইটিতে শিশু পড়বে না। ছবি দেখে দেখে পর্যায়ক্রমিকভাবে নিজের ভেতর থেকে উপলব্ধির মাধ্যমে নিজে নিজেই শিখবে এবং গল্প তৈরি করার দক্ষতা অর্জন করবে।

প্রচ্ছদ : শখ

দ্বিতীয় বইটির নাম হল ‘শখের শখ’। এই বইটিতেও ৭ টি পাতায় ৭ টি ছবি আছে এবং একটি করে লেখার বাক্য আছে। এই বইটি ৬ বছরের শিশুদের জন্য লেখা। এই বইতে শিশু পাতায় পাতায় ছবি দেখার পাশাপাশি গল্পের পাতার একটি করে বাক্যও বানান করে পড়বে। এতে শিশুদের মধ্যে বানান করে পড়ার দক্ষতা তৈরি হবে। এই গল্পে কোনো যুক্তবর্ণ নেই।

প্রচ্ছদ : শখের শখ

তৃতীয় বইটির নাম হল ‘শখের কাজ’। এখানেও সাতটি পাতায় সাতটি ছবি দিয়ে একটি সুন্দর গল্প সাজানো হয়েছে। একেকটি ছবির সাথে দুই/তিনটি বাক্য রয়েছে। যুক্তবর্ণ রয়েছে মাত্র দুটি। এই বইটি ‘শখের শখ’ বইয়ের পরবর্তী বই হিসেবে শিশু পড়বে। এর মাধ্যমে শিশুর বানান করে পড়ার দক্ষতা আরো বাড়বে।

প্রচ্ছদ : শখের কাজ

চতুর্থ বইটি হলো ‘শখের প্রতিজ্ঞা’। এই বইটির দশটি পাতায় ছবি এবং পাশাপাশি চার/পাঁচটি বাক্য করে গল্পের লেখা দিয়ে সাজানো হয়েছে। এখানে শিশুর বানান দক্ষতা বাড়াতে যুক্ত বর্ণের সংখ্যা বাড়ানো হয়েছে।

প্রচ্ছদ : শখের প্রতিজ্ঞা

পঞ্চম বইটি হলো ‘শখের সাফল্য’। এই বইটিও ১০টি পাতায় ছবি এবং গল্পের লেখা দিয়ে সাজানো হয়েছে।

প্রচ্ছদ : শখের সাফল্য

ষষ্ঠ বইটি হলো ‘টুশিদের কাহিনি’। এই বইটিতে রয়েছে রূপটুশি, মনটুশি এবং নীলটুশি নামের তিনটি দারুণ রূপকথার গল্প। ১০ বছরের বেশি বয়সের শিশুদের জন্য এই বইটি লেখা। এই বইটি পড়ে শিশুরা একদিকে যেমন পড়ার দক্ষতা বাড়াতে পারবে তেমনি জীবনের জন্য শিক্ষণীয় গল্প হিসেবে উত্তম চরিত্র গঠনেও উদ্বুদ্ধ হবে।

প্রচ্ছদ : টুশিদের কাহিনি

আপনার আদরের শিশুসন্তান কিংবা শিক্ষার্থীদের পড়ার দক্ষতা, মানসিক বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চা বাড়াতে আজই সংগ্রহ করতে পারেন শিশুসাহিত্যিক নাসরিন সুলতানার ৬ টি অনন্য শিশুতোষ বই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশুসাহিত্যিক নাসরিন সুলতানার শিশুতোষ ৬ টি বই

আপডেট সময় : ১১:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২

বুক রিভিউ : গাজী তানভীর আহমদ

শিশুসাহিত্যিক নাসরিন সুলতানা। শিশুদের নিয়েই কাজ করতে ভালোবাসেন। তাইতো নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকেই। সেই ছোটবেলা থেকেই শিশুদের মানসিক বিকাশ ও চারিত্রিক উন্নয়নে কাজ করছেন কখনো লেখনীর মাধ্যমে, কখনো পাঠদানের মাধ্যমে, আবার কখনো সেমিনার কিংবা কাউন্সিলিংয়ে।

নাসরিন সুলতানা সম্প্রতি শিশুদের জন্য দারুণ ৬ টি বই লিখেছেন। শিশুর বয়স তিন বছর থেকে ১০ বছরের উর্ধ্বে পর্যন্ত বয়সকে মাথায় রেখে তিনি বইগুলো এমনভাবে লিখেছেন যেন প্রতিটি শিশু তার বয়স অনুযায়ী বইটি পড়তে পারে এবং সুন্দর জীবন গঠনে কিছু ইতিবাচক বার্তা পেতে পারে। সেই লক্ষ্যেই তিন বছর অতিক্রম করেছে এমন শিশুর জন্য তার লেখা ‘শখ’ বইটি যেন একজন শিশুর প্রাথমিক বই হিসেবে একটি অনন্য সংযোজন। এই বইয়ের ৭ টি পাতায় শুধু শিশুতোষ ছবি দিয়ে গল্প সাজানো হয়েছে। এই বইটিতে শিশু পড়বে না। ছবি দেখে দেখে পর্যায়ক্রমিকভাবে নিজের ভেতর থেকে উপলব্ধির মাধ্যমে নিজে নিজেই শিখবে এবং গল্প তৈরি করার দক্ষতা অর্জন করবে।

প্রচ্ছদ : শখ

দ্বিতীয় বইটির নাম হল ‘শখের শখ’। এই বইটিতেও ৭ টি পাতায় ৭ টি ছবি আছে এবং একটি করে লেখার বাক্য আছে। এই বইটি ৬ বছরের শিশুদের জন্য লেখা। এই বইতে শিশু পাতায় পাতায় ছবি দেখার পাশাপাশি গল্পের পাতার একটি করে বাক্যও বানান করে পড়বে। এতে শিশুদের মধ্যে বানান করে পড়ার দক্ষতা তৈরি হবে। এই গল্পে কোনো যুক্তবর্ণ নেই।

প্রচ্ছদ : শখের শখ

তৃতীয় বইটির নাম হল ‘শখের কাজ’। এখানেও সাতটি পাতায় সাতটি ছবি দিয়ে একটি সুন্দর গল্প সাজানো হয়েছে। একেকটি ছবির সাথে দুই/তিনটি বাক্য রয়েছে। যুক্তবর্ণ রয়েছে মাত্র দুটি। এই বইটি ‘শখের শখ’ বইয়ের পরবর্তী বই হিসেবে শিশু পড়বে। এর মাধ্যমে শিশুর বানান করে পড়ার দক্ষতা আরো বাড়বে।

প্রচ্ছদ : শখের কাজ

চতুর্থ বইটি হলো ‘শখের প্রতিজ্ঞা’। এই বইটির দশটি পাতায় ছবি এবং পাশাপাশি চার/পাঁচটি বাক্য করে গল্পের লেখা দিয়ে সাজানো হয়েছে। এখানে শিশুর বানান দক্ষতা বাড়াতে যুক্ত বর্ণের সংখ্যা বাড়ানো হয়েছে।

প্রচ্ছদ : শখের প্রতিজ্ঞা

পঞ্চম বইটি হলো ‘শখের সাফল্য’। এই বইটিও ১০টি পাতায় ছবি এবং গল্পের লেখা দিয়ে সাজানো হয়েছে।

প্রচ্ছদ : শখের সাফল্য

ষষ্ঠ বইটি হলো ‘টুশিদের কাহিনি’। এই বইটিতে রয়েছে রূপটুশি, মনটুশি এবং নীলটুশি নামের তিনটি দারুণ রূপকথার গল্প। ১০ বছরের বেশি বয়সের শিশুদের জন্য এই বইটি লেখা। এই বইটি পড়ে শিশুরা একদিকে যেমন পড়ার দক্ষতা বাড়াতে পারবে তেমনি জীবনের জন্য শিক্ষণীয় গল্প হিসেবে উত্তম চরিত্র গঠনেও উদ্বুদ্ধ হবে।

প্রচ্ছদ : টুশিদের কাহিনি

আপনার আদরের শিশুসন্তান কিংবা শিক্ষার্থীদের পড়ার দক্ষতা, মানসিক বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চা বাড়াতে আজই সংগ্রহ করতে পারেন শিশুসাহিত্যিক নাসরিন সুলতানার ৬ টি অনন্য শিশুতোষ বই।