মাছিহাতা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২ ১০০ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশ দিয়ে গেছেনআর তার কন্যার নেতৃত্বে এখন দেশকে গড়ার চেষ্টা করছিঃ —মোকতাদির চৌধুরী এমপি
উৎসব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে চানঁপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি দেশ দিয়ে গেছেন। তার কন্যার নেতৃত্বে এখন আমরা সেই দেশকে গড়ার চেষ্টা করছি। করোনার সময় অনেক দেশ পিছিয়ে গেছে আর আমাদের দেশের গ্রামাঞ্চলেও বুস্টার ডোজ দেয়া হয়েছে। এমন দরদী সরকার আমরা কোথাও পাব না। আমরা কাজে কর্মে কোনো দিক দিয়েই পিছিয়ে নেই। তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে নিজের আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান। মাছিহাতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান লিটন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সাধারন সম্পাদক এম এইচ মাহাবুব আলম। অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট বাকির উদ্দিন ভুইয়া, মাছিহাতা ইউনিয়নের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোলাইমান ভূইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, মনির ঠাকুর,নোমান চৌধুরী, পরেশ চৌধুরী প্রমুখ। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে কামরুল হাসান লিটন চৌধুরীকে সভাপতি, আরিফুর রহমানও নোমানচৌধুরীকে সহ সভাপতি ও সোলাইমান ভূইয়া কে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়।