মাকে দেওয়া ইনজেকশন নবজাতকের শরীরে পুশ!
- আপডেট সময় : ০৯:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২ ৩৫১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী মাকে দেওয়া ইনজেকশন নার্স ভুল করে নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এতে অসুস্থ হয়ে পড়া নবজাতককে ইনকিউবেটরে (নিবিড় পর্যবেক্ষণ) রাখা হয়েছে। এ ঘটনায় সদর থানা ও সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে ও অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামের সুজন আকবরের স্ত্রী সাদিয়া আক্তার গত ৬ মে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আদি ডাচ-বাংলা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তান প্রসব করেন। চিকিৎসক প্রসূতিকে দেওয়া প্রেসক্রিপশনে বিভিন্ন ওষুধের পাশাপাশি ইনজেকশন লেখেন। শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালের সেবিকা (নার্স) আশা সেই ইনজেকশন মায়ের বদলে নবজাতকের শরীরে দিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে পাশের আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে পালিয়ে যায়। সুজন আকবরের বন্ধু মো. ইসমাইল জানান, ঘটনার পর ওই হাসপাতালের লোকজন চিকিৎসা না দিয়ে উল্টো পালিয়ে যায়। পরে নবজাতককে চিকিৎসা দিতে অন্য একটি বেসরকারি হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে সবার সঙ্গে কথা বলে যায়। আদি ডাচ্-বাংলা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সোহেল মিয়া বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন। তবে ওই শিশু এখন ভালো আছে উল্লেখ করে তিনি জানান, তার দেখভালে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।