ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র মৈত্রীর কমিটি গঠন; ফাহিম মুনতাসির সভাপতি ও সানিউর রহমান সাধারণ সম্পাদক
- আপডেট সময় : ০৯:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২ ২৮১ বার পড়া হয়েছে
আজ ১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল তিন টায় বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়। কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে ও সদস্য সচিব সানিউর রহমানের পরিচলনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অতুলন দাস আলো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফুল বিন শফী রাব্বী, জাতীয় শ্রমিক ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম। এসময়ে বাংলাদেশ ছাত্র মৈত্রী’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অতুলন দাস আলো সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফাহিম মুনতাসিরকে সভাপতি, সদস্য সচিব সানিউর রহমানকে সাধারণ সম্পাদক ও যুগ্মআহ্বায়ক জুবায়েদ আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি প্রস্তাব করেন এবং উপস্থিত সকলের সম্মতিতে প্রস্তাবিত কমিটির অনুমোদন দেওয়া হয়