ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের তিনযুগ পূর্তি উপলক্ষে পুর্নমিলনী ও আলোচনা সভা

- আপডেট সময় : ০৭:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ৩৯১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিনযুগ পূর্তি উপলক্ষে পুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত পুর্নমিলনী ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাশুকুল ইসলাম মাসুক এর সভাপতিত্বে পূর্ণমিলনী সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলা একাডেমির পুরষ্কারপ্রাপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাবেক কাস্টমস কমিশনার কবি মারুফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাংবাদিক নিয়াজ মোঃ খান বিটুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ডাঃ আবদুল মতিন সেলিম, সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা সাংবাদিক আ.ফ.ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, চিত্রশিল্পী আসাদুর রহমান আলমগীর, বিশিষ্ট শিল্পপতি কবি দেওয়ান মারুফ। স্মৃতিচারনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অরূপ দত্ত, অর্পিতা গুহ, সাবরিনা জেবিন সেঁজুতি, জাহিদুল ইসলাম সৌরভ, হিমেল আফ্রিদি, শায়লা রেশমি, রুবায়েত ইমন ও ফৌজিয়া ফারিহা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক দিপ্ত মোদক। আলোচনা সভা শেষে অতিথিগন তিনযুগ পূর্তির কেক কাটেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়,বুয়েট,ঢামিকসহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীসহ সংগঠনের ছবি আঁকা, গান ও বিতর্ক বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।