আবৃত্তিশিল্পে অসামান্য অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথমবারের মতো দুই বরেণ্য আবৃত্তিগুরুকে ‘বীরেন্দ্র চন্দ্র দাস আবৃত্তি সম্মান’ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে এ সম্মান প্রদান অনুষ্ঠিত হয়। আবৃত্তি সম্মান প্রাপ্ত দুজন হলেন– দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদ্যপ্রয়াত সাধারণ সম্পাদক হাসান আরিফ (২০২০) এবং আবৃত্তি প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকত (২০২১)। অনুষ্ঠান মঞ্চে অতিথিরা মীর বরকতকে ফুলের তোড়া প্রদান,উত্তরীয় পরিয়ে দেন এবং তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে তাকে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। এসময় মীর বরকত বলেন,এটা আমার জীবনের জন্য বিরল এক সম্মান। এ সম্মান পেয়ে আমি অভিভূত। আমি পথে-প্রান্তরে বাংলা ভাষার শুদ্ধতা নিয়ে কাজ করা মানুষ। আমাকে বীরেন্দ্র চন্দ্র দাস আবৃত্তি সম্মান প্রদান করে আমাকে আরো বেশী কাজ করবার প্রেরণা যোগানো হয়েছে। বরেণ্য আবৃত্তি শিল্পী হাসান আরিফের মৃত্যুর আগে ২০২০ সালে তিনি এই সম্মাননার জন্য মনোনীত হয়েছিলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকায় সেসময় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়নি। অনুষ্ঠানে হাসান আরিফের পরিবারের কেউ উপস্থিত হতে না পারায় সংগঠনের পক্ষ থেকে ঢাকায় সম্মাননা ক্রেস্ট,উত্তরীয়,নগদ অর্থ পৌঁছে দেওয়া হবে বলে জানান। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী পাড়ের কৃতি সন্তান ও ভারতের ত্রিপুরার গণমানুষের কবি দিলীপ দাসের জন্মদিন উদযাপন উপলক্ষে সংগঠনটি এমন আয়োজন করে। ত্রিপুরা রাজ্যের এই বিখ্যাত কবির প্রয়াত বাবা বীরেন্দ্র চন্দ্র দাস’র নামে এই সম্মাননার নামকরণ করা হয়েছে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও বিশিষ্ট লেখক মফিজ উদ্দিন আহমেদ ফরিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতিভূষণ দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী ও সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কবি আব্দুর রহিম। এসময় বীরেন্দ্র চন্দ্র দাস আবৃত্তি সম্মান ২০২২ এর জন্য ত্রিপুরার বরেণ্য আবৃত্তি ও নাট্যশিল্পী আশীষ মোদকের নাম ঘোষণা করেন আবৃত্তিগুরু মীর বরকত। অনুষ্ঠানে কবি দিলীপ দাসের কবিতা থেকে সংগঠনের শিল্পীরা একক ও দলীয় আবৃত্তি করেন এবং কবিকন্ঠে কবিতাপাঠ করেন স্থানীয় কয়েকজন কবি।
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় বীরেন্দ্র চন্দ্র দাস আবৃত্তি সম্মান পেলেন আবৃত্তিগুরু হাসান আরিফ ও মীর বরকত
- Reporter Name
- Update Time : 10:10:52 pm, Sunday, 17 July 2022
- 228 Time View
Tag :
জনপ্রিয় খবর