বাংলাদেশ সরকারের অংশীদারিত্বেএবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ’বাল্য বিাহকে না বলি ,সুখী সমৃদ্ধসমাজ গড়ি ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সামবেশ অনুষ্ঠিত হয়েছে । সমাবেশে ২ সহস্রাধিক শিক্ষার্থী বাল্য বিবাহকে না বলে শপথ করেন। দুপুরে সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান। সমাবেশে বাল্য বিবাহের কুফল নিয়ে আলোচনা করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু , সহসভাপতি তাপসী রায়, পিফরডির জেলা ফ্যাসিলেটর খোদেজা বেগম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকমোঃ খায়রুজ্জামান, সিনিয়র শিক্ষকমোঃ আবদুর রহিম, সফিকুর রহমান প্রমুখ। সমাবেশে বাল্য বিবাহ বিরোধী শপথ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান। এদিকে সকালে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশ অুনষ্ঠিত হয়। বিদ্যালেয়রপ্রধান শিক্ষক মোহাম্মদ আবু জামালের সভাপতিত্বে বক্তৃতা করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু ,সহসভাপতি তাপসী রায়,সদস্য এস এম শাহীন,তাহের উদ্দিন,মোঃ আশিকুর রহমান ভূইয়া, পিফরডির জেলা ফ্যাসিলেটর খোদেজা বেগম। সমাবেশে বাল্য বিবাহ বিরোধী শপথ করান বিদ্যালেয়রপ্রধান শিক্ষক মোহাম্মদ আবু জামাল।
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমাবেশঃ
- Reporter Name
- Update Time : 06:54:31 pm, Thursday, 19 May 2022
- 346 Time View
Tag :