ব্রাহ্মণবাড়িয়া সোনালী সকাল থিয়েটারের অষ্টম বর্ষপূর্তি পালন করা হয়েছে।

- আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে
কবিতা ও বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সোনালী সকাল থিয়েটারের অষ্টম বর্ষপূর্তি পালন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলা একাডেমীর সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হোসেন বলেন,”আমরা মনে করি আমাদের বাঙ্গালী জাতিসত্তার সবটুকু ধার্য করে আমাদের এই নতুন প্রজন্ম বড় হবে। তারা ধারণ করবে নিজের দেশের সবটুকু। যা তাদের জাতিসত্তার বিকাশ বিশ্বের সামনে উজ্জল হবে। আমাদের সন্তানদের তৈরী করার জন্য বাংলা ভাষাবাঙ্গালীর সংস্কৃতি এ বিষয় গুলো তারা যেন হৃদয়ে ধারণ করে, তাহলে আমরা এগিয়ে যাব। সোনালী সকাল নমপ্র থিয়েটারের সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানিউর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সোনালী সকালের শিল্পী জুনায়েদ আহমদ শিবলী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জুবায়েদ আহমেদ অনুষ্ঠানের অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, বাংলাদেশ আবৃত্তি সম্বনয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.সোহানা আহমেদ,সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, জেলা ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের সভাপতি একে এম শিবলী, কথা সাহিত্যক আমির হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীমা সিকদার দীনা, বাংলাদেশ নারী মুক্তি সংসদ সহ সভাপতি ফজিলাতুন নাহার, আবরনির পরিচালক হাবিবুর রহমান পারভেজসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সোনালী সকাল নমপ্র থিয়েটার প্রথম বারের মতো সম্মানা স্মারক প্রধান করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তকে