ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাসমূহে কর্মরত সকল সাংবাদিক-কর্মচারীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বুধবার (১৯ এপ্রিল) বিকেলে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাদার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো. ইকবাল হোছেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষন দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়রসহ সভাপতি সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, জেলা জাসদের সভাপতি অ্যাড. আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, কবি আবদুল মান্নান সরকার।
দোয়া মাহফিল পরিচালনা করেন সদর হাসপাতাল মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন। দোয়া মাহফিলে প্রেসক্লাব সভাপতি প্রয়াত রিয়াজ উদ্দিন জামি, সম্পাদক পরিষদের সভাপতি মনজুরুল আলমের স্ত্রীর রূহের মাগফেরাত কামনা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাসমূহে কর্মরত সকল প্রকাশক, সম্পাদক ও সাংবাদিক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।