ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজে মাসব্যাপী তারুণ্য উৎসবেরশেষ দিনে বসন্তবরণ

- আপডেট সময় : ০৭:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে
মাসব্যাপী তারুণ্যের উৎসবের শেষদিন মঙ্গলবার দিনভর ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ প্রাঙ্গন ছিলো উৎসবমুখর। দিনভর আয়োজনে ছিলো বসন্তবরণ, পিঠা উৎসব, উদ্যোক্তা মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. সামছুল ইসলাম। অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ (পিআরএল) এ এস এম শফিকুল্লাহ,ব্রাহ্মনণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু মিয়া ,কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম,নারী উদোক্তারিফাত পারভিন রীনা। প্রধান অতিথি তার বক্তব্যে চাকরির দিকে না তাকিয়ে উদ্যোক্তা হওয়ার আহবান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে বলেন। পিঠা উৎসবে বিভিন্ন বাহারের পিঠার ৮টি স্টল বসে।এছাড়া কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান পরিবেশন করে।