ব্রাহ্মণবাড়িয়া নূরে আলম ছিদ্দিকীর সমর্থনে গণমিছিল ও লিফলেট বিতরণ

- আপডেট সময় : ০৮:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
পহেলা ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে দলের গুরুত্বপূর্ণ নেতা আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী বিভিন্ন এলাকায় জনসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় আজ পীরবাড়ি থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন অঞ্চলে সর্বস্তরের মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। লিফলেটের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ এবং মোরগ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণ ও গণমিছিল কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতি দৃশ্যমান হয়। তাদের আন্তরিক অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। ব্যান্ড পার্টির সুরে নাচ-গানের মধ্যে দিয়ে পুরো শহর এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। এদিন নূরে আলম ছিদ্দিকী নেতাকর্মীদের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি মোরগ মার্কায় ভোট ও দোয়া কামনা করেন।
নূরে আলম ছিদ্দিকী তাঁর বক্তব্যে জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে আমরা একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী জেলা বিএনপি গড়ে তুলতে চাই। এই সম্মেলন আমাদের সংগঠনকে আরো সুসংগঠিত করতে বড় ভূমিকা রাখবে।” এ আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং আগামী সম্মেলন নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।