ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীমা দিবস পালিত

- আপডেট সময় : ০৮:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে
স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগনের আগ্রহও বিশ্বাস সৃষ্টির মাধ্যমে বীমা কোম্পানী গুলোকে কাজ করতে হবেঃ জেলা প্রশাসক
আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের অফিস প্রন থেকে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহরের কাউতলী মোড় প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। তিনি বলেন, স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগনের আগ্রহও বিশ্বাস সৃষ্টির মাধ্যমে বীমা কোম্পানী গুলোকে কাজ করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন জাতীয় বীমা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও জীবনবীমা করপোরেশনের ইনচার্জ মোঃ মিজানুর রহমান , ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ইনচার্জ মোহাম্মদ আরজু,ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর এরিয়া প্রধান মোঃমিজানুর রহমান,ফারইষ্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ইনচার্জ মোঃ তাজুল ইসলাম,পপুলার লাইফ ইন্সুরেন্সকোম্পানীর ইনচার্জমোঃ কামরুজ্জামান,সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ইনচার্জ মোঃ আবুল বাশার প্রমুখ। সভায় জাতীয় বীমা দিবস উপলক্ষে বীমা কোম্পানী গুলোর পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম কে সম্মাননাক্রেস্ট প্রদান করা হয়।