ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

- আপডেট সময় : ০৬:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস -২০২৫। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নিরুপা ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপসচিব ও উপপরিচালক,স্হানীয় সরকার বিভাগ শন্কর কুমার বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোঃ নোমান মিয়, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আব্দুল মতিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার।স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস,এম,শাহীন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী সাদিয়া আক্তার,সোনিয়া আক্তার,সনাক এর প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা,গভর্ণমেন্ট মডেল গার্লস হাই স্কুল এর প্রধান শিক্ষক আব্দুল লতিফ ,নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাহা তাসনিম মৌ সহ অন্যরা।স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ শাহআলম। প্রধান অতিথির বক্তৃতায় শন্কর কুমার বিশ্বাস বলেন,”আন্তর্জাতিক নারী দিবস তখনই সফল হবে,যখন সমাজ সচেতন হবে,নারীরা অধিকার ও লক্ষ্যে পৌঁছাবে এবং সুশিক্ষায় সুশিক্ষিত হবে।”