ব্রাহ্মণবাড়িয়ায় অস্র ও গুলিসহ ডাকাত দলের সর্দার গ্রেফতার

- আপডেট সময় : ১০:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯ ও জেলা পুলিশের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার ডাকাত দলের সর্দার অস্ত্র গুলিসহ গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ার র্যাব-৯ ও জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৭ ডিসেম্বর) আনুমানিক ০২:৪৫ ঘটিকায় র্যাব-৯, সিলেট সিপিসি-১ ও বাংলাদেশ পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা হতে ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার নিকট হতে ১টি বিদশী রিভলবার, ৩ রাউন্ড গুলি, ৫টি সর্টগানের কার্তুজ, ২টি রামদা, ৪টি ছারা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ৬টি মোবাইল ফোন পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী মোঃ মুছা মিয়া (৪৪), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আলীর ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণ করার লক্ষ্যে আসামীর বিরুদ্ধে আসামী মামলা দায়ের করে, আসামীসহ ও জব্দকত আলামত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও, র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।