বানভাসীদের পাশে সরাইলের ওলামারা
- আপডেট সময় : ০৯:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ৪৫৬ বার পড়া হয়েছে
‘মানুষ মানুষের জন্য।’ ‘জীবন জীবনের জন্য’-এই স্লোগানকে মনে ধারণ করেই সিলেটের ভানবাসী অসহায় ক্ষুধার্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরাইলের একদল ওলামা। তাদের উদ্যেশ্য সেখানে বন্যায় ক্ষতিগ্রস’ মানুষের পাশে দাঁড়ানো। গত ২৫ জুন শনিবার ভোরে সাথে ৫’শত ব্যাগ শুকনো খাবার নিয়ে হাজির হন কোম্পানী গঞ্জের বিভিন্ন গ্রামে। ঘরবাড়ি হারিয়ে নি:স্ব নারী পুরূষদের মুখে বিষাদের চাপ। সন্তান/স্বামীকে/ স্বজন হারানোর বেদনায় চারিদিকে আহাজারি। এরপর নেই আহারের ভরসা। ত্রাণের গাড়ি বা অপরিচিত লোকজনের আগমন দেখলেই বুকভরা আশা নিয়ে দৌঁড়ে হাজির। সরাইলের আলেমদের ত্রাণের গাড়িটি পৌঁছামাত্র দৌঁড়ে আসেন কয়েক’শ নারী পুরূষ। নৌকায় করে গ্রামের ভেতরে পানিবন্দি পরিবার গুলোর হাতে তুলে দেন ৫ শত ব্যাগ শুকনো খাবার। প্রতিটি ব্যাগে রয়েছে-চিড়া, মুড়ি, বিস্কুট, আলু, পেয়াজ, চিনি, পানি, মোমবাতি, গ্যাস লাইট, ওরস্যালাইন ও প্রাথমিক চিকিৎসার ঔষধ সামগ্রি। বিশিষ্ট আলেমে দ্বীন জেলার প্রবীণ ওয়াইজ আল্লামা শায়েখ আজিজুল ইসলাম জালালীর উদ্যোগে মহৎ এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন সৌদী প্রবাসী বাবু বেপারী ও আব্দুস ছালাম খোকন। দলটির সাথে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সরাইল মহিলা কলেজের প্রভাষক, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি ও মিতালীর সভাপতি মোহাম্মদ মাহবুব খান। ওলামারা হলেন , মাও. ফরিদ উদ্দিন , মাও. জানে আলম, মাও. আবুল বাশার, মাও. নুরে আলম, মাও. মাহবুবুর রহমান, মাও. নুরূজ্জামান, মাও. সাইফুল ইসলাম, মাও. উবায়দুল্লাহ, মাও. এনায়েত উল্লাহ, মাও. আশ্রাফুল হাসান, মাও. মনিরূল ইসলাম, মাও. রেদোয়ানুল হক প্রমূখ। বিতরণ কাজে স্থানীয় পর্যায়ে সহযোগিতা করেছেন মাও. জয়নাল আবেদীন, ডা: হাবিবুর রহমান, মো. সামছুল আলম ও মাও. হোসাঈন আহমেদ। ওলামারা বলেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা সকলকে অনুরোধ করব শুধু সিলেট নয়। দেশের যেকোন প্রান্তে বন্যা, দূর্যোগ ও মহামারীর শিকার হলে মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ এমন সব দূর্যোগে শুধু সরকারকেই একা সহায়তা করতে হবে এমন চিন্তা ঠিক নয়। সরকারের পাশাপাশি দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে।
মাহবুব খান বাবুল