দেশে ভোগ্য পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিজয়নগর উপজেলা কমিটি। শনিবার সকাল ১০ ঘটিকার সময় চান্দুরা ডাকবাংলো সামনে ঢাকা-সিলেট মহাসড়ক পাশে আয়োজিত সমাবেশ থেকে অবিলম্বে দ্রব্যমূল্য কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে এবং দেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, যে কোনো অজুহাতে দেশে ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। তেল, চাল, ছোলা, পেয়াজ,রসুন,গমসহ বিভিন্ন পণ্যের পর্যাপ্ত মজুদ দেশে থাকার পরেও একের পর এক পণ্যের দাম বেড়েই চলেছে।৮০ টাকা কেজির তেল এখন ১৮০ টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। টিসিবি’র ট্রাকে দীর্ঘ হচ্ছে মানুষের লাইন। একটু কম দামে পণ্য কেনার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মানুষ পণ্য নিয়ে ফিরতে পারছে না। রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের মূল্যবৃদ্ধির মহাৎসবে মেতে উঠেছে।প্রশাসনের নজরদারি নেই বললেই চলে।সিন্ডিকেটের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। খরচ কমিয়েও প্রয়োজনী ভোগ্যপণ্য কিনতে পারছে না সাধারণ মানুষ। দাম বৃদ্ধি এখন যে পর্যায়ে আছে তা সাধারণের নাগালের বাইরে চলে গেছে। এরপর মধ্যবিত্তের পক্ষেও আর প্রয়োজনীয় ভোগ্যপণ্য কেনা কঠিন হবে। শুধু উচ্চ বিত্তরা কিনে খেতে পারবে। এই অবস্থায় সিন্ডিকেটের লাগাম না টানলে আসন্ন রমজানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। শ্রমজীবী মেহনতী মানুষের জীবন ধারণের নূন্যতম যোগান দিতে সারা বছরের জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। তা না হলে বছরের একেক সময় একেক পণ্যের দাম বাড়িয়ে সিন্ডিকেট মানুষকে জিম্মি করবে। পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থাই পারে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে। জেলা ওয়ার্কাস পার্টি সদস্য ও বিজয়নগর যুব মৈত্রী আহবায়ক সঞ্জয় রায় পোদ্দার এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি,জাতীয় কৃষক সমিতি বিজয়নগর উপজেলার আহবায়ক মোঃ বিল্লাল মিয়া,উপজেলা ওয়ার্কাস পার্টির সদস্য আব্দুল আজিজ,বেদন মিয়া,যুব মৈত্রী জামির মিয়া,অপূর্ব দেব,সোহেল মিয়া প্রমুখ।
এনই আকন্ঞ্জি