“প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়া” সংগঠন এর পঞ্চম বর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ০৭:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২ ৪২২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম সংগঠন “প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়া” এর পঞ্চম বর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী গ্রীন চিলি রেস্টুরেন্টে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া ও দুপুরে খাবার এর আয়োজন করা হয়। এসময় সংগঠনের ৭জন স্বেচ্ছাসেবক সদস্যকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এরা হলেন : মো: বাবুল, গোলাম সানদানী, মাজেদুল ইসলাম ভূঁইয়া, খালেদ মাহমুদ মুন্না, মুক্তা, তামান্না, ও বুশরা। এ সময় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের উপদেষ্টাগণ ও অন্য অন্য সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মোস্তাফিজুর রহমান রাসেল। এতে প্রধান হিসেবে ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ইতালি প্রবাসী মো: সায়েদুর রহমান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাউনবাইয়ার কতা সংগঠনের এডমিন মাহবুব উল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশন সদস্য মনিরুল আলম, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সুজন আহমেদ। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন খালেদ মাহমুদ মুন্না ও মাজহারুল ইসলাম রাসেল । এ সময় সংগঠনের সদস্যগণ সবাই উপস্থিত ছিলেন। কেটকাটা শেষে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মালেয়শিয়ান প্রবাসী মো: সাইফুর রহমান নাহিদ জানান তাদের পঞ্চম বর্ষ পূর্ণ হওয়াতে সংগঠনের সকল সদস্য দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এই দীর্ঘসময় সবাই একসাথে কাজ করার জন্য সামনে সবাই মিলে অসহায় ও মানুষের জন্য পাশে এইভাবে থাকার জন্য চলার জন্য আহ্বান করেন ও সকলের কাজে দোয়া চেয়েছেন তাদের সংগঠনটির জন্য।