প্রতিবন্ধীদের মাঝে ঈদের খাদ্যদ্রব্য ও সেলাই মেশিন বিতরণ
- আপডেট সময় : ১১:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী মানুষের মাঝে সেলাই মেশিন ও খাদ্যদ্রব্য উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া- প্রাঙ্গনে ‘প্রজেক্ট কিন ইন্টারন্যাশনাল’ এর উদ্যোগে ড্রীম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে এসব বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড -১ ) – ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন।
ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাবের সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন , নারী নেত্রী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ইসলামপুর কাজী মোঃ শফিকুল ইসলাম ডিগ্রী মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুল ইসলাম , কাজী মোঃ রফিকুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমরান হোসেন, প্রজেক্ট কিন বাংলাদেশ এর ডিরেক্টর কাজী নিয়াজ, যুবলীগ নেতা মহসিন খন্দকার প্রমূখ।