ঢিলেঢালা ভাবে চলছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্বাস্থ্যবিধি
- আপডেট সময় : ০৮:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ ১৪০ বার পড়া হয়েছে
বুধবার থেকে সব আন্তঃনগর ট্রেনের শতভাগ যাত্রী নিয়ে চলাচল শুরু হয়েছে। এক্ষেত্রে স্বাভাবিক সময়ের মতই অর্ধেক আসনের টিকেট অনলাইনে এবং বাকি অর্ধেক পাওয়া যাচ্ছে স্টেশনের কাউন্টার থেকে। পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন দিয়ে প্রতিদিন ৩/৪ হাজার যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে আসা যাওয়া করছে। তবে গুরুত্বপূর্ণ এ স্টেশনটিতে চলাচলকারী যাত্রীদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। অনেকের কাছে মাস্ক থাকলেও সেটি ব্যবহার করছে না যথাযথ স্থানে। যাত্রীরা অভিযোগ করে বলেন, দীর্ঘক্ষন লাইনে দাড়িয়েও যেখানে টিকিট পাওয়া যাচ্ছেনা সেখানে সামাজিক দুরুত্ব মানা খুবই কঠিন। তাই স্বাস্থ্যবিধি অনেকটা উপেক্ষিত। সহকারী স্টেশন মাষ্টার মোঃ সোয়েব মিয়া জানান, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে ১৭ জোড়া ট্রেন আপ-ডাউন করছে। রেল ভ্রমনের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতি সপ্তাহে স্টেশনটিতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে নিয়মিত জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
এনই আকন্ঞ্জি