ছাগলে সীম গাছ খাওয়াকে কেন্দ্র করে অটোরিকশা চালক খুন
- আপডেট সময় : ১১:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাগলে সীম গাছ খাওয়াকে কেন্দ্র করে সরাইলে লিয়াকত আলী (৫০) নামের এক অটোরিকশা চালক খুন হয়েছেন। আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার পল্লী এলাকা পাকশিমুল দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, লিয়াকত আলীর ছাগল প্রতিবেশী মধু মিয়ার ছেলে রেজেক মিয়ার (৬৫) সীম গাছ খেয়ে ফেলে। এতে উত্তপজিত হয়ে রেজেক মিয়ারা লিয়াকত আলীর ছাগল আটকে রাখে। বিকাল ৫ টার দিকে ছাগল আনতে রেজেক মিয়ার বাড়িতে যায় লিয়াকত। রেজেক, তার ছেলে সাইফুলসহ আরো কয়েকজন মিলে লিয়াকতকে কিল ঘুষি লাথি মেরে গলায় চেপে ধরে। এতে গুরুতর আহত হন লিয়াকত। দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে লিয়াকতের অবস্থার অবনতি দেখে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। জেলা সদরে রওনা দিলে পথিমধ্যে লিয়াকত মারা যায়। লিয়াকতের স্ত্রী বলেন, রেজেক মিয়াসহ তারা কয়েকজন মিলে শাররীক ভাবে নির্যাতন শেষে গলায় চেপে আমার স্বামীকে হত্যা করেছে।