এসসাডের আয়োজনে তালশহর এ এ আই উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে
আজ ১ আগস্ট রবিবার সকাল ১০ টায় নিউটন বিজ্ঞান ক্লাব এর উদ্যোগে এসসাডের আয়োজিত বিএফএফ এর সহযোগিতায় তালশহর এ এ আই উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান মেলার আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালশহর এ এ আই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমির হোসেন সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক আরিফুর রহমান, আলোচনা পরিচালনা করেন নিউটন বিজ্ঞান ক্লাব এর সহ-সভাপতি বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা আক্তার তৃপ্তি। এছাড়াও অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসসাডের কর্মকর্তা ফাহিম মুনতাসির বিদ্যালয়ের জেষ্ঠ শিক্ষক আবুল কালাম আজাদ, জয়নাল আবেদীন, জিয়াউর রহমান চৌধুরী, রুনা লায়লা, শিউলি রাণী রায় প্রমূখ। এসময় বক্তারা বলেন আলোকিত অসাম্প্রদায়িক সুন্দর সমাজ বিনির্মানে এমন বিজ্ঞান মেলা আরো ব্যপক বিস্তৃত পরিসরে হওয়া উচিত, কারণ বিজ্ঞান মানুষকে আলোর পথ দেখায়, জীবনকে করে সহজ, শিক্ষার্থীদের বিজ্ঞান বিমুখতা দূর করতে এসসাডের এমন উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথি এমন আয়োজন বারবার করার আহবান জানান। মেলায় শিক্ষর্থীরা ২৫ টার মতো প্রজেক্ট তৈরি করে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপস্থিতে এক উৎসব মুখর পরিবেশে দিন ব্যপী বিজ্ঞান মেলার সমাপ্তি ঘটে।