আসাদ চৌধুরীর মৃত্যুতে সাহিত্য একাডেমির শোক
- আপডেট সময় : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে
সাহিত্য একাডেমির উপদেষ্টা কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। বাংলা সাহিত্যের অন্যতম কবি আসাদ চৌধুরী কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে কবির বয়স হয়েছিল ৮০ বছর। সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন শোক জানিয়ে বলেন, কবি আসাদ চৌধুরী বাংলা একাডেমিতে চাকুরি করাকালীন সাহিত্য একাডেমির সাথে যুক্ত হন। তিনি সাহিত্য একাডেমির সভাপতি হিসেবে সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সংগঠনের দীর্ঘ চল্লিশ বছরে আমরা তাঁকে কাছে পেয়েছি। তাঁর মৃত্যুতে জাতির এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
কবি আসাদ চৌধুরী গত শতকের ষাটের দশক থেকে কবিতার পাশাপাশি লিখে গেছেন প্রবন্ধ, শিশুতোষ গল্প ও কবিতা, অনুবাদ, ইতিহাস ও জীবনীগ্রন্থ। কানাডার একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি ১৯৬৪ থেকে ১৯৭২ সন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষকতা করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া জুবিলী রোডে এক সম্ভ্রান্ত পরিবারের সাহানা বেগমকে বিয়ে করেন।