আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে সরকারি শিশু পরিবারে ডিজিটাল সেলাই মেশিন প্রদান
- আপডেট সময় : ১০:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের সোমাইয়া কে স্বাবলম্বি করার লক্ষে একটি ডিজিটাল সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন শিশু পরিবারের উপ তত্বাবধায়ক রৌশন আরা ও ডাঃ ফাইজুর রহমান ফায়েজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়াস’ আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতিমোঃ মিজানুর রহমান,সাধারন সম্পাদক ইখতিয়ার উদ্দিন,ওবায়দুল হক সূচী,নাজমুল হক সুমন চৌধুরী,মোজাম্মেল হক চৌধুরী,কামাল হায়দার,এমদাদুল হক প্রমুখ। প্রধান অতিথি সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন মানবিক সংগঠন গুলোকে শিশু পরিবারের শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়াপৌরসভায় বসবাসকারী আশুগঞ্জ উপজেলার সকল বসবাসকারীদের মধ্যে পারস্পরিক এক্য,সহযোগিতা,বৈষম্যহীন সমাজ গঠনও মানব কল্যাণের লক্ষে২০২৩ সনের ২রা ডিসেম্বর একটি সম্পূর্ন অরাজনৈতিক ব্রাহ্মণবাড়িয়াস’ আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি গঠন করা হয়। ২০২৪ সনের ১৪ নবেম্বর সমাজসেবা অধিদপ্তর সমিতির নিবন্ধন সনদ প্রদান করে।