সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ১০৪ কেজি গাঁজাসহ একজন আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যান বোঝাই করে পাচারকালে ১০৪ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে কাভার্ডভ্যানটিকে তল্লাশি করে এসব জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান করছিল পুলিশ। অভিযানে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ১০৪ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।