আশুগঞ্জে বিট পুলিশের আলোচনা ও মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৭:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
আশুগঞ্জ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শরীফপুর ইউনিয়ন বিট পুলিশের উদ্যোগে মাদক,জঙ্গি, সন্ত্রাস, কিশোর গ্যাং, নারী নির্যাতন ও ইভটিজিং সহ অপরাধমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) বিকেলে শরীফপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ।
ইউনিয়ন বিট অফিসার মামুনূর রশিদের সঞ্চালনয় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একেএম সাদির মিয়া ,আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহীন আহমেদ,ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি খন্দকার রায়হান,খোলাপাড়া বাজার ব্যবসায়ী মোজাম্মেল হক তপন,কামাল উদ্দিন, আবদুল হক মাস্টার, ইকবাল মেম্বার,ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফায়েজ আহমেদ,ইউনিয়র পরিবার পরিকল্পনা পরিদর্শক মো.বাবুল সরকার, মাওলানা আবদুল কুদ্দুস প্রমুখ।
এ সময় শরীফপুর ইউনিয়ন’সহ আশুগঞ্জের মাদক ও গ্রামীণ সংঘর্ষে নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেন আশুগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ।