আল- মামুন সরকারের বিজয়ে রিয়াদস্থ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শোকরানা দোয়া মাহফিল
- আপডেট সময় : ১১:৫৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ৬২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচনে অভূতপূর্ব জয় পেয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলোচনা সভা ও শুকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রিয়াদে। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সৌদিআরব শাখার উদ্যোগে গত শুক্রবার (২৮ অক্টোবর) রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আওয়ামী পরিষদের সভাপতি প্রধান অতিথি ছিলেন বিপ্লবী নেতা রফিকুল ইসলাম মাহবুব। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সৌদিআরব শাখার সভাপতি মোহাম্মদ বশির খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সৌদিআরব শাখা সাধারণ সম্পাদক এসএম সওদাগর, যুবলীগের সহ-সভাপতি কামাল পাটোয়ারি, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সৌদিআরব শাখার যুগ্ম সদস্য সচিব আসাদুস জামান ইলিয়াস সোহেল আহাম্মেদ ও মুক্তিযোদ্ধার সন্তান সদস্য জুনায়েদ আহাম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিনুর ইসলাম রনি। আলোচনা সভায় সফল ব্যক্তিত্ব আল-মামুন সরকার বিজয়ী হওয়ায় নির্বাচনের ভোটারদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। পরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় ও আল-মামুন সরকারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা তোহিদুল ইসলাম।