ব্রাহ্মণবাড়িয়ার তরুণ আবৃত্তিশিল্পী ও সংগঠক শরীফ মুহাম্মদ সাঈম স্মরণে তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “আবৃত্তিশিল্পী শরীফ মুহাম্মদ সাঈম”স্মারক আবৃত্তি প্রতিযোগিতা। আজ শুক্রবার সকাল ১০ টায় শিশু শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পযন্ত ৫ টি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট কবি-নাট্যজন ও দুণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান সরকার। তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি সায়মা হকের সভাপতিত্বে ও সহসভাপতি পঙ্কজ দেবের সঞ্চালনায় আবৃত্তিশিল্পী শরীফ মুহাম্মদ সাঈমের জীবন ও আবৃত্তি নিয়ে বক্তব্য রাখেন তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক উত্তম কুমার দাস।
News Title :
আবৃত্তিশিল্পী শরীফ মুহাম্মদ সাঈম স্মারক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
- Reporter Name
- Update Time : 06:31:21 pm, Friday, 23 June 2023
- 165 Time View
Tag :