আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণমাধ্যম কর্মীরার আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য মনজুরুল আলম।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে, এতে বিশেষ অতিথি ছিলেন- প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সংঙ্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্য শাহজাহান সাজু প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এখন টিভির স্টাফ রিপোর্টার আজিজুল সঞ্চয়, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি আবুল হাসনাত মো: রাফি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ। সভায় বক্তারা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন।