মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
দীর্ঘ ৩৬ বছর পুলিশে চাকরি করে অবসরকালীন ছুটিতে গেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার গ্রামের পুলিশ কনস্টেবল সুলতান আহম্মদ। আর তার বিদায় বেলাটি চিরস্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেয় বাঞ্চারামপুর থানার ওসি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে অবসরে যাওয়া পুলিশের এক কনস্টেবলকে ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাঞ্চারামপুর থানা থেকে জেলার আখাউড়া উপজেলার ধরখার গ্রামের বাড়িতে সুসজ্জিত গাড়িতে করে পৌঁছে দেওয়া হয়। এর আগে বুধবার রাতে বাঞ্চারামপুর থানায় তাকে ফুল দিয়ে বিদায় জানানো হয়। কর্মজীবন শেষে অবসরকালীন এমন আয়োজনে মুগ্ধ তিনি। অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল সুলতান আহম্মদ জানান, চাকরিতে যোগদানের আগে প্রতিটি পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু বিদায়ের বেলায় তেমন কোন আনুষ্ঠানিকতা থাকে না। বাঞ্ছারামপুর মডেলে থানার ওসির এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। পুলিশের প্রতিটি সদস্যকে এভাবেই বিদায় জানানো হোক। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
বাঞ্ছারামপুর মডেলে থানার ওসি মো. নূরে আলম বলেন, এসপি স্যার এমন মানবিক উদ্যোগ নিয়েছেন। এসপি স্যারের এর উদ্যোগেরই একটা অংশ। বুধবার রাতে তাকে ফুল বিদায় জানানো হয়। বৃহস্পতিবার সকালে ফুলসজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিদায় বেলায় অনেকের মন ভরাক্রান্ত থাকে। এ আয়োজনে সে যেনো আনন্দ ও হাসি মুখ নিয়ে বাড়িতে ফিরতে পারে তারই চেষ্টা করা। বিদায় বেলা তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত।