সরাইলে অটোরিকশার চাপায় শিশু নিহত
- আপডেট সময় : ১০:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ২০৯ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিকশার চাপায় মা বাবার একমাত্র ছেলে মো. হোসাইন (০৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার চুন্টা- বড়বুল্লা গ্রামীণ সড়কে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশু হোসাইন জেলা শহরের শেরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে। বড়বুল্লা গ্রামের বাচ্চু মিয়া হোসাইনের নানা। নানার বাড়িতে বেড়াতে এসেছিল হোসাইন। আজ দুপুরে নানার বাড়ির সামনের সড়কে খেলা করছিল হোসাইন। হঠাৎ বেপরোয়া গতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়া। রিকশার একটি চাকা শিশুটির পেটের উপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। চালক করাতকান্দি গ্রামের আমীর ছেলে মধু মিয়া (৩০) পালিয়ে যায়। নিহত শিশুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এক পর্যায়ে বিষয়টি সামাজিক ভাবে নিস্পত্তি হয়। ফলে উভয় পক্ষের সম্মতিতে ময়না তদন্ত ছাড়াই শিশুর লাশটি থানা থেকে নিয়ে যান স্বজনরা। চুন্টা ইউপি সাবেক চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর উভয় পক্ষ সামাজিক ভাবে নিস্পত্তি করেছেন। তাই এই বিষয়ে তাদের কোন অভিযোগ ছিল না।