গান গাওয়া বন্ধ করে দেওয়া সেই অন্ধ হেলালের পরিবারের পাশে ‘ভাব বৈঠকী’
- আপডেট সময় : ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
প্রকাশ্যে গান গাওয়া বন্ধ করে দেওয়া সেই অন্ধ শিল্পী হেলালের পরিবারের পাশে দাড়িয়েছেন ভাবুক কবি ও রাষ্ট্র চিন্ত্রক ফরহাদ মজহার নির্দেশে ভাব বৈঠকী, ব্রাহ্মণবাড়িয়া। সোমবার সন্ধ্যায় ভাব বৈঠকী, ব্রাহ্মণবাড়িয়া রাজঘর গ্রামে অন্ধ শিল্পী পরিবারটি হাতে খাদ্য সামগ্রী সহায়তা তুলে দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, ভাব বৈঠকী, ব্রাহ্মণবাড়িয়া সংগঠক শাহ মোহাম্মদ শরীফ, মো. শফিকুল ইসলাম ও উত্তম কুমার সাহা প্রমুখ। এসময় অন্ধ পরিবারের প্রধান ব্যক্তি হেলাল মিয়া ভাবুক কবি ও রাষ্ট্র চিন্ত্রক ফরহাদ মজহার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
প্রসঙ্গত: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুক্ত মঞ্চে প্রায় ৫০ বছর ধরে গান গেয়ে সংসার চালান পরিবারের কর্তা হেলাল মিয়া। তার সঙ্গে ছেলে-মেয়েরাও থাকেন। গত বুধবার কিছু লোক এসে তাদেরকে গান গাইতে মানা করে যায়। তারপর থেকে তাদের গান গাওয়া বন্ধ রয়েছে। জেলার সদর উপজেলার রাজঘর গ্রামের হেলাল পরিবারে মোট ১৩ জন সদস্য। এর মধ্যে ৯জন দৃষ্টিপ্রতিবন্ধী। উপার্জনক্ষমদের মধ্যে তিনি নিজে, চার ছেলে ও এক মেয়ে চোখে দেখেন না। তবে তারা কারো কাছে হাত পাতেন না। গান গেয়ে যে আয় হয় তা দিয়ে চলে তাদের ১৫ জনের বড় সংসার। এই নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক সংবাদ প্রচারিত হয়েছে। পরবর্তীতে বিষয়টি ভাবুক কবি ও রাষ্ট্র চিন্ত্রক ফরহাদ মজহার এর দৃষ্টিতে পড়ে।













