সরাইল মহিলা কলেজে নবীনবরণ পাঠদান উদ্বোধন

0
92
সরাইল মহিলা কলেজে নবীনবরণ পাঠদান উদ্বোধন
সরাইল মহিলা কলেজে নবীনবরণ পাঠদান উদ্বোধন

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

‘শিক্ষা শেকরের স্বাদ, তেতো হলেও এর ফল মিষ্টি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজো নবীনবরণ ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পাঠদানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথি বৃন্দকে শিক্ষক শিক্ষার্থীরা আর নবীন শিক্ষার্থীদের শিক্ষক ও অতিথিরা ফুল দিয়ে বরণ করেন। প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া জান্নাত মুন- এর কোরআন তেলাওয়াত আর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শ্রাবন্তী কর্মকারের গীতাপাঠ ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাহফুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন। এছাড়া ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, উদীচী সরাইল উপজেলা শাখার সভাপতি মো. মোজাম্মেল পাঠান, ন্যাপ নেতা আবদুল জব্বার, সমাজর্মী ও লেখক রওশন আলী, শিক্ষার্থী কোহিনুর বেগম, জান্নাতুল ফেরদাউস নিশিতা। প্রধান অতিথি বলেন, শতভাগ পাশের সুনাম নিয়ে দূর্বার গতিতে সামনের দিকে এগিয়া যাচ্ছে সরাইল মহিলা কলেজ। মাদকের কড়াল গ্রাস থেকে নিজের ভাইকে রক্ষায় কাজ করতে নারী শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন প্রধান অতিথি। স্বাধীনতার ৪৮ বছর পর নারী শিক্ষা সম্প্রসারণের লক্ষে সরাইল সদরে প্রতিষ্ঠিত একমাত্র মহিলা কলেজটির জায়গার ব্যবস্থা করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here