সরাইলে ছাত্র কল্যাণ সংসদের আত্ম প্রকাশ তামিম সভাপতি, শিব্বির সম্পাদক

0
106

‘শিক্ষা সম্প্রীতি সমৃদ্ধি’- এই স্লোগানকে সামনে রেখে সরাইলের শাহজাদাপুর ইউনিয়ন ছাত্র কল্যাণ সংসদের যাত্রা শুরূ হয়েছে ২০১৯ খ্রিষ্টাব্দে। সেই সূত্র ধরেই ২০২১ খ্রিষ্টাব্দ থেকে শুরূ হয় পথ চলা। উপদেষ্টা পরিষদে রয়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র। স্থানীয় এক ঝাঁক তরূণ শিক্ষার্থীর সমন্বয়ে গত ৬ এপ্রিল ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের মাধ্যমে আত্ম প্রকাশ ঘটে সংগঠনটির। সংগঠনের সভাপতি প্রকৌশলী আব্দুল্লাহ বিন সালেহ তামিম ও সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ। সংগঠন সূত্র জানায়, ইউনিয়নে শিক্ষার প্রচার প্রসার ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করাই সংগঠনের লক্ষ্য। তাদের বক্তব্য হচ্ছে শিক্ষা সম্প্রীতিই সর্ব ক্ষেত্রে আনয়ন করে সমৃদ্ধি। সাহিত্য সংস্কৃতি ক্রীড়া বিনোদন ও সৃজনশীল কাজে থাকবে তাদের সহযোগিতা। সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনের রয়েছে একটি খসড়া গঠনতন্ত্রও। সংগঠনের প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেহার আহমেদ চৌধুরী সজীব। আরো রয়েছেন- শেখ সাইফুর রহমান জনি, বীথি ভৌমিক, শামসুদ্দিন হোসেন ইমরান, মো. রাজিব হোসেন, জহিরূল হক ফরহাদ, তোফায়েল আহমেদ, নাজমুল হোসেন, আশিষ দাস ও মোহতারূজ্জামান রূমান। প্রধান উপদেষ্টা সজীব বলেন, এ কমিটি গোটা ইউনিয়নে তাদের সক্ষমতার চাপ রাখবে। তারা স্বেচ্ছায় কাজ করবে শিক্ষা ও শিক্ষার্থীদের জন্য। নবনির্বাচিত সভাপতি তামিম ও সম্পাদক শিব্বির বলেন, শুধু মাত্র ছাত্রদের দ্বারা গঠিত ‘সাস্কস’ সম্পূর্ণ স্বাধীন, সামাজিক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন সংগঠন। এ সংগঠন শিক্ষাকেন্দ্রিক কর্মকান্ডকে অধিকতর গুরূত্ব দিবে। অসামাজিক ও অনৈতিক কাজের বিরূদ্ধে বলিষ্ট ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে কাজ করে নিয়মিত গুণীজনদের সংবর্ধিত করবে।

মাহবুব খান বাবুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here