ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় দূর্নীতির প্রতিবেদন প্রকাশের পর প্রকৌশলী সুমন হোসেন সর্দার বদলি

0
320
প্রকৌশলী সুমন হোসেন
প্রকৌশলী সুমন হোসেন

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
অনিয়ম দূর্নীতির প্রতিবেদন প্রকাশের ৬ দিন পর বদলি হলেন সরাইল পিডিবি’র উপসহকারি প্রকৌশলী সুমন হোসেন সর্দার। ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া ডট কমে গত ২৮ সেপ্টেম্বর “১০ বছর পর সংযোগ অবৈধ ঘুষ ১ লাখ, জরিমানা ১৯ লাখ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি পিডিবি’র উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। গত ৪ অক্টোবর বিউবি কুমিল্লা অঞ্চলের বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী স্বাক্ষরিত এক দপ্তরাদেশে তারঁ বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। উনার বদলির খবরে সরাইলের অনেক গ্রাহক স্বস্থির নি:শ্বাস ফেলেছেন। স্থানীয় গ্রাহক ও দপ্তরাদেশ সূত্র জানায়, ৬ বছর আগে এখানে যোগদান করেছিলেন সুমন হোসেন। এরমধ্যে আর বদলি হননি। গত কয়েক বছর ধরে অনিয়ম দূর্নীতিতে বেপরোয়া হয়ে ওঠেছেন তিনি। নিজ অফিসের কর্মচারিরা একাধিকবার তার দূর্নীতির ফিরিস্তি ভিডিও বার্তায় ভাইরাল করেছেন। তারা চিৎকার করে বলেছেন, ‘ সুমন স্যারের অত্যাচারে সরাইলবাসী অতিষ্ঠ। আমাকে মিটার দেয়ার দুই মাস পরই সুমন সাহেব বন্ধ করে দিয়েছে। অযথা ৪টি মিটার লক করেছেন সুমন। বাংলাদেশ পিডিবি’র সম্পদ ওরা নষ্ট করছে।’ প্রধানমন্ত্রীর প্রকল্প ‘আমার গ্রাম আমার শহর’-এ খুঁটি ও ক্যাবল বাণিজ্য করে তিনি আলোচনায় এসেছেন। একের পর এক লাগামহীন অনিয়ম দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে পড়েছিল এখানকার অনেক গ্রাহক। গণমাধ্যমে তাঁর দূর্নীতির প্রতিবেদন প্রকাশিত হচ্ছে নিয়মিত। ২০২২ খ্রিষ্টাব্দের গত ২৮ সেপ্টেম্বর ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া ডট কমে “১০ বছর পর সংযোগ অবৈধ ঘুষ ১ লাখ, জরিমানা ১৯ লাখ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দিন থেকেই সুমন সর্দারের বদলির খবর উড়তে থাকে বাতাসে। বদলি ঠেকাতে দৌঁড়ঝাঁপ শুরূ করেন তিনি। সেইসাথে উনার কর্তাবাবুও ওই দৌঁড়ে অংশ গ্রহন করার কথা চাওর হচ্ছে। শেষ রক্ষা হয়নি। গত ৪ অক্টোবর এক দপ্তরাদেশে সুমন হোমেন সর্দারকে চাঁদপুর বদলির নির্দেশ দেয়া হয়েছে। দপ্তারাদেশে বলা হয়েছে ‘কাজের স্বার্থে বর্তমান কর্মস্থল করত: যথা সময়ে পদস্থকৃত দপ্তরে আগামী ১০.১০.২০২২ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে করতে হবে। অন্যথায় ১১.১০.২০২২ খ্রিষ্টাব্দ তারিখ অপরাহ্ন হইতে তাৎক্ষণিক অব্যাহতি প্রাপ্ত (ষ্ট্যান্ড রিলিজ) বলিয়া গণ্য হইবেন। তাঁর দূর্নীতির উপর ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া ডট কমে প্রকাশিত প্রতিবেদন সমূহ- ২২ খ্রিষ্টাব্দের ২২ আগষ্ট ‘গায়েবি বিলে দিশাহারা কৃষক আব্দুল্লাহ’, ২২ খ্রিষ্টাব্দের ২৯ এপ্রিল ‘সরাইল পিডিবি’র প্রকৌশলীর অনিয়ম-দূর্নীতি তদন্তে ৩ সদস্যের কমিটি’, ২২ খ্রিষ্টাব্দের ৩০ মে ‘বিকেলে খরচ দেয়ায় রাতেই মিলেছে বিদ্যুৎ’, ‘ ২১ খ্রিষ্টাব্দের ১৭ জুলাই ‘সরাইল পিডিবি’র কর্মকর্তার দূর্নীতি নিয়ে বোমা ফাঁটালেন পিয়ন, তোলপাড়’ ও ‘সরাইলে খুঁটি বাণিজ্য’। সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) আব্দুর রউফ উপসহকারি প্রকৌশলী সুমন হোসেন সর্দারের বদলির একটি পত্র প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, উনার সাথে অন্য জায়গার আরো কয়েকজনকে বদলি করা হয়েছে। অনিয়ম দূর্নীতি ও পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কারনে কিনা সেটা আমার জানা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here