সাহিত্য একাডেমির শতাধিক সদস্যের মিলনমেলায় ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২ ১৪৩ বার পড়া হয়েছে
সাহিত্য একাডেমির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় স্থানীয় গভ. মডেল গালর্স হাই স্কুলের অডিটোরিয়ামে সংগঠনের শতাধিক সদস্যের মিলনমেলায় দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩৯তম বার্ষিক সাধারণ সভাটি প্রয়াত প্রবীণ আলোকচিত্রশিল্পী ও সাহিত্য একাডেমির সম্মানীয় আজীবন সদস্য ও উপদেষ্টা প্রাণতোষ চৌধুরীর স্মরণে করা হয়েছে। দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়েছে। প্রথম অধিবেশনে প্রবীণ আইনজীবি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হামিদুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন এর পরিচালনায় দেশের প্রখ্যাত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব পাঠ ও তাঁদের শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করার মাধ্যমে সাহিত্য একাডেমির গত এক বছরের প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন। প্রাণতোষ চৌধুরীর জীবনী পাঠ করেন সিনিয়র সহসভাপতি এডভোকেট মানিক রতন শর্মা। বার্ষিক সাধারণ সভায় সংগঠনের পরিচালক মন্ডলীর সদস্য এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, নন্দিতা গুহ, আশরাফুন নবী মোবারক, শামসুদ্দিন আহমেদ ও রিফাত আমিন আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়াও মুক্ত আলোচনায় এডভোকেট শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, এস এম শাহীনুর, অধ্যাপক আবু হানিফ, ও ড. শফিক সাকী অংশগ্রহণ করেন। প্রথম অধিবেশনের শেষে দ্বিতীয় অধিবেশন শুরু করা হয়। আলোচনায় রিফাত আমিন বলেন, প্রয়াত প্রবীণ আলোকচিত্রশিল্পী প্রাণতোষ চৌধুরীর আলোকচিত্র সমূহ প্রদর্শন করার প্রস্তাব করেন, সংগঠনের ৪০ বছর পূর্তী উপলক্ষ্যে প্রতিষ্ঠানের ইতিহাস তুলে ধরার জন্যও প্রস্তাব করেন। দ্বিতীয় অধিবেশনে কুমিল্লা থেকে আগত আবৃত্তি জোট সংগঠনের সভাপতি বদরুল হদা জেনু, ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, রেজাউল কিরম শামিম, সাইফুল ইসলাম, ঠাকুর জিয়াউদ্দিন আহমদ, জহিরুল ইসলাম স্বপন চৌধুরী, অধ্যক্ষ সোপানুল ইসলাম প্রমূখ। দিনব্যাপী সাধারণ সভায় মধ্যহ্ন ভোজন শেষে ফটোশেসনের মাধ্যমে সমাপ্ত করা হয়।