সরাইলের শতবর্ষী রমলা দেবনাথ আর নেই
![](https://digitalbrahmanbaria.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০৮:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২ ৩১১ বার পড়া হয়েছে
সরাইলের নাথপাড়ার রমলা দেবনাথ (১০১) আর নেই। আজ সোমবার ভোরে পরিবারের সকলকে কাঁদিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। সরাইল সদর ইউনিয়নের নাথপাড়া গ্রামের প্রয়াত মিহির কুমার দেবনাথের স্ত্রী রমলা ছিলেন খুবই শান্তশিষ্ঠ, সদালাপী, হাস্যজ্জ্বোল ও নম্রভদ্র প্রকৃতির। শতবর্ষী রমলা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে নাথপাড়াস্থ মহাশ্বশানে উনার মরদেহ সমাহিত করা হয়েছে। রমলার ছেলে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেড-এর সাবেক কোম্পানী সচিব, সরাইল উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ, সাহিত্যিক, লেখক ও গবেষক সঞ্জীব কুমার দেবনাথ উনার প্রয়াত মায়ের আত্মার শান্তির জন্য সকলের কাছে আশির্বাদ কামনা করেছেন। রমলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, আ’লীগ নেতা ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য মো. কামরূজ্জামান আনসারী, এডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার, মহিলা কলেজের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান প্রমূখ।
মাহবুব খান বাবুল