সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর সফলতা শীর্ষক আলোচনা সভা আগামীকাল বুধবার
- আপডেট সময় : ১১:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২ ৩৬৭ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাঙালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দেশ পরিচালনায় কর্মচারী বান্ধব বঙ্গবন্ধুর সফলতা শীর্ষক আলোচনা সভা আগামীকাল ১৬ মার্চ বুধবার বিকাল ৪ টায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এছাড়া সংগঠনের জেলার সভাপতি এম আব্দুল বাছেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে আসন অলংকিত করবেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ। উক্ত বঙ্গবন্ধুর সফলতা শীর্ষক আলোচনা সভা সফল করার লক্ষ্যে আমন্ত্রিত সকল অতিথিদের উপস্থিত থাকার অনুরোধ করেন সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।