ব্রাহ্মণবাড়িয়ায় লকার ভেঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- আপডেট সময় : ০৬:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ ৫৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে র্দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চুরেরা লকার ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে। শনিবার গভীর রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম মেড্ডার পীরবাড়ি এলাকার রড-সিমেন্ট’র ডিলার মা মহান এন্টার প্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের স্বতাধিকারী হাজী বকুল মিয়া বলেন, প্রতিদিনের ন্যায় হিসাব নিকাশ শেষ করে রাত সাড়ে ৮টায় প্রতিষ্ঠান বন্ধ করা হয়। সকাল পৌনে ৭টায় ম্যানেজার মোঃ মাহবুবুল বাশার প্রতিষ্ঠানের তালা খুলে দেখেন, কক্ষের সিলিং ও ঢেউটিন কাটা। কক্ষের ভেতরে ক্যাশ বাক্স, ২টি আলমিরার ড্রয়ার ভাঙ্গা। সমস্ত কক্ষ জুড়ে এলোমেলো ভাবে প্রয়োজনীয় কাগজপত্র ও চেক বই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। চুরেরা সিসিটিভির ক্যামেরার তার কেটে অকেজো করে ফেলে। লকার ভেঙ্গে রক্ষিত প্রায় পৌনে ২ লক্ষ টাকা নিয়ে গেছে। ফাঁড়ি পুলিশকে অবহিত করা হলে সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থল যায়। সদর থানার ১নং ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত বৃহষ্পতিবার গভীর রাতে শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সকারের ব্যক্তিগত কার্যালয়েও একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে। চুরেরা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ভারত-বাংলাদেশ সম্প্রীতি পরিষদ, সুইড বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি, সমাজকল্যান সংসদের সকল গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র চুরি করেছে। কার্যালয়ে এসব সংস্থার থাকা ছয় লাখের বেশি টাকা চুরি করে নিয়ে গেছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ছিল ১ লাখ ৯০ হাজার।